ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা কত সেটি সম্পর্কে আজকে জানবো। যারা বিজ্ঞান বিভাগে পরে তাদের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেলে পরার। তেমনি যারা মানবিক বিভাগে আছে তাদের মধ্যে বেশিভাগ শিক্ষার্থীর ইচ্ছা আইন বিভাগে ভর্তি হওয়ার। আইন নিয়ে শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ থাকার পেছনে মূল কারণ হচ্ছে আইন পেশার কাজের প্রসারণ। আইন নিয়ে বেকার আছেন এমন লোক খুজে পাওয়া সত্যি দুঃস্কর। বিসিএস থেকে শুরু করে আইনজীবী হওয়া, আদালতের জজ হওয়া, আইনবিশেষজ্ঞ ইত্যাদি ক্ষেত্রে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে।
https://farhanmahin.com/আইন-বিভাগে-আসন-সংখ্যা/
Like
Comment
Share