কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির স্মরণিকা
ঢাকায় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন
জলির কাছে তুলে দিলেন এস.এম সুমন
আরশীনগর প্রতিবেদক : বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাননীয় সাংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাদিরা ইয়াসমিন জলির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির স্মরণিকা তুলে দিলেন ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও প্রেসক্লাব কেপিসির সদস্য মিডিয়া ব্যাক্তিত্ব এস.এম সুমন। গতকাল সন্ধ্যায় রাজধানীর এমপি হোস্টেল ভবনে উপস্থিত হয়ে নাদিরা ইয়াসমিন জলি এমপির হাতে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মিদের প্লাটফর্ম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির পক্ষ থেকে এই স্বরণিকা তুলে দেওয়া হয় এবং সাক্ষাতের শুরুতেই কেপিসি ও প্রত্যয় যুব সংঘের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমন সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতা করেন । এসময় প্রেসক্লাব কেপিসির সদস্যদের প্রতি শুভ কামনা জানিয়ে, ভবিষ্যতে দেশের আর্থ সামাজিক উন্নয়নে পূর্বের মত, আগামীতেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এছাড়াও তাদের লেখনীর মধ্য দিয়ে এদেশের যুগোপযোগী উন্নয়ন সাধন হবে। গণমাধ্যমের সহযোগিতায় যে কোন সমস্যা সমাধানে আলোর মুখ দেখবে বলেও মনে করেন তিনি।