দুপুরবেলা তপু একাই থাকে বাসায়। স্কুল ছুটির পর স্কুল থেকে সে আসে রিকশাভ্যানে। একটা রিকশাভ্যানে আসে তারা আটজন। ভ্যানচালকের নাম হবিবর, তারা ডাকে হবিবর মামা বলে। রিকশাভ্যানটা দেখতে খাঁচার মতাে, লােহার জাল দিয়ে ঘেরা। তপুকে হবিবর মামা তাদের বিল্ডিংয়ের গেটে নামিয়ে দেন। তপু তিনতলা পর্যন্ত হেঁটে ওঠে। কলবেল টেপে। তখন মর্জিনা খালা গেট খুলে দেন।

তপু তার পায়ের কেডস-জোড়া প্রথমে এপাশে-ওপাশে ছুঁড়ে মারে। তারপর ছুঁড়তে থাকে মােজা। পিঠের ব্যাগ মেঝেতে লুটায়। তারপর সে প্রথমে ফোন করে মাকে, মা, আমি বাসায় এসেছি। মা অফিসে থাকেন।



Read more https://www.anuperona.com/i-have-a-pet-monster/

'আমার একটা পোষা দৈত্য আছে' আনিসুল হক | Anuprerona
Favicon 
www.anuperona.com

'আমার একটা পোষা দৈত্য আছে' আনিসুল হক | Anuprerona

দুপুরবেলা তপু একাই থাকে বাসায়। স্কুল ছুটির পর স্কুল থেকে সে আসে রিকশাভ্যানে। একটা রিকশাভ্যানে আসে তারা আটজন। ভ্যানচালকের নাম হবিবর, তারা ডাকে হবিবর মামা বলে। রিকশাভ্যানটা দেখতে খাঁচার মতাে, লােহার জাল দিয়ে ঘেরা। তপুকে হবিবর মামা তাদের বিল্ডিংয়ের গ
This page has been loaded 30098 times.