চিনিকল বন্ধ নয়, লোকসান কমাতে আধুনিকায়ন করা হবে ॥ শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ দেশের চিনিকলগুলো বন্ধ করার কোনো চিন্তা নেই। লোকসান কমাতে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, আমাদের কোনো প্রতিষ্ঠান লোকসানি নয়। কারণ এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। সে বিষয়টি মাথায় রাখতে হবে।

আজ বুধবার রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ প্রদান উপলক্ষে শিল্প ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে চিনি সংকট হলে অথবা দাম কমানোর জন্য প্রয়োজন হলে চিনি আমদানি করা হবে।


চিনিকল বন্ধের প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় চিনিকল রয়েছে সে প্রতিষ্ঠানকে ঘিরে অন্যান্য শিল্প সংস্কৃতি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলোর সামাজিক গুরুত্ব রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কোনো প্রতিষ্ঠান লোকসানি নয়। কারণ এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। সে বিষয়টি মাথায় রাখতে হবে।


তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে যেখানে বেসরকারী প্রতিষ্ঠানগুলো লোক ছাঁটাই করেছে, আমাদের সরকারী প্রতিষ্ঠানের কারো চাকরি যায়নি, কারো বেতন-ভাতার কোনো সমস্যা হয়নি।