ট্রেনে বসে আছি। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমার গন্তব্য নোয়াখালী৷ আমি যখনি গ্রামের বাড়ি যাই ট্রেন দিয়েই যাই। খুব ভালো লাগে। অনেকেই বলে ট্রেনে চড়তে ভালো লাগে না, কারণ অনেক সময় ধরে বসে থাকতে হয়।

এর চেয়ে বাসে চড়াই শ্রেয়, তাড়াতাড়ি পৌঁছানো যায়৷ কথা ঠিক। তবে আমি বলবো না বাস থেকে ট্রেন শ্রেয়, সময় একটু বেশি লাগে বটে তবে বেশ ভালোও লাগে৷



Read more https://www.anuperona.com/ghost-train-rider/

ভৌতিক গল্প: 'অদ্ভুত ট্রেন যাত্রা' | Anuprerona
Favicon 
www.anuperona.com

ভৌতিক গল্প: 'অদ্ভুত ট্রেন যাত্রা' | Anuprerona

ট্রেনে বসে আছি। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। আমার গন্তব্য নোয়াখালী৷ আমি যখনি গ্রামের বাড়ি যাই ট্রেন দিয়েই যাই। খুব ভালো লাগে।