তারেক জিয়া দেশে আসবে কোন বছর? প্রশ্ন কাদেরের
ঢাকা অফিস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা৷ তারেক জিয়া দেশে আসবে কোন বছর? এ বছর না ওই বছর? দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎসাহস দেখাতে পারছেন না। বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের তার সরকারী বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন৷ তারেক জিয়া দেশে ফিরলে জনতার ঢল নামবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে গণভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য শুনেছি৷ এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। আসলে কথামালার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।
Sheikh Mohammad Rakib Hossain
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?