দৃষ্টি আকর্ষণ
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আশাকরি ভালো আছেন। এই লিংক থেকে কি আপনারা কি কেউ টাকা উত্তোলন কিংবা রিচার্জ করেছেন? সর্বনিম্ন উত্তোলন লিমিট ছিলো ২৫ টাকা তা বাড়িয়ে ডিজেল ও কেরোসিনের মতো ৫০ টাকা লিমিট করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমরা শুধুই সময় আর ডাটা নষ্ট করে তার পেজের ভিউওয়্যার বাড়াচ্ছি।