ভূত বা ভৌতিক বিষয় কোনটিতেই আমার বিশ্বাস নেই। নিজের সাহসের উপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকার এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি, সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজাই লাগে। আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ি সম্পর্কে নতুন কোন গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাতেন।

তাদের ধারনা আমি লজ্জায় এ বাড়ি ছেড়ে পালাচ্ছিনা। এ বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে। কিন্তু কেউ নাকি টিকতে পারতো না। বাড়িওয়ালা এখানে থাকেনা। বাড়িটি ২/৩ বছর পরিত্যাক্ত ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিলনা। আমি এক প্রকার জোরপূর্বক ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছম ছম করে। বাড়ির দক্ষিন দিকে বড় বাশ ঝাড়,উত্তর দিকে বেশ বড়সর একটা পুকুর।



Read more https://www.anuperona.com/otripto-atma/?swcfpc=1

ভৌতিক গল্প: 'অতৃপ্ত আত্মা' | Anuprerona
Favicon 
www.anuperona.com

ভৌতিক গল্প: 'অতৃপ্ত আত্মা' | Anuprerona

ভূত বা ভৌতিক বিষয় কোনটিতেই আমার বিশ্বাস নেই। নিজের সাহসের উপর যথেষ্ট আস্তা আছে বলেই অপিরিচিত এলাকার এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি,সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে।