সুদর্শনা ধার্মিক মেয়ে আশা। নিয়মিত নামাজ-কালাম আর ইসলামিক ভাবে জীবন-যাপন করে। এজন্য-ই ‘হৃদয়ের বাবা ‘আশার সাথে হৃদয়ের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। কারণ ‘হৃদয় ছিলো আধুনিক মন মানুষিকতার, নামাজ-কালাম কিছুই পড়ত না, সারাক্ষন বন্ধুদের সাথে বাজে আড্ডা দিতো, এবং বিভিন্ন নেশায় যুক্ত হয়ে পরেছিল।
হৃদয়ের বাবা তাকে অনেক বুঝিয়েছে “এসব ভালো না, এসব খারাপ, ইত্যাদি ইত্যাদি। তবুও কোন কাজ হয়নি! হৃদয়ের কোন পরিবর্তন হয়নি।
একটা সময় হৃদয়ের বাবা ভাবলো “ধার্মিক মেয়ের সাথে তার বিয়ে দিবে। ‘ধার্মিক মেয়ের সাথে বিয়ে দিলে ‘হয়তো হৃদয়ের পরিবর্তন ঘটবে।
Read more https://www.anuperona.com/good....-natured-girl/?swcfp
Respect!
Kommentar
Delen