অভিশাপ না দিলেও “রুহের হায়” বলে একটা কথা আছে, যাকে “Revenge of Nature” বলে। কোরআন-এর ভাষায় যেটা “কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।
প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়! কেউ আগে পায়! কেউবা কয়েকদিন পরে । কিন্তু শাস্তি সে পাবেই। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি ৷ কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করে, ছোট করে, বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।
Read more https://www.anuperona.com/kifarah/
Like
Comment
Share