১=২ প্রমাণ
আজ হঠাৎ ছোট বেলার একটা ডাইরী খুজে পেলাম। সেই ডাইরীর একটি পাতার গল্প আপনাদের সাথে শেয়ার করছি।
আমি তখন ক্লাস নাইন এ পড়ি। হঠাৎ এক রাতে মনে হল ১=২ প্রমাণ করবো। অনেকেই হয়তো অনেক ভাবে করতে পারেন, কিন্তু আমি নিজের মতো চেষ্টা করলাম। কিছুক্ষন পর হয়েও গেল। (এটা অবশ্য আরও অনেক সহজে করা যায়) অনেক মজা পেয়েছিলাম, অনেক। পরদিন সকালে স্কুলে যেয়ে খাতের স্যার কে দেখালাম। স্যার তো সঠিক বা ভুল কোন মন্তব্য করতে নারাজ (কারন এটার জন্য গণিতের অনেক সুত্রে গণ্ডগোল বাধিয়ে দেওয়া যাবে)। বিকেলে কোচিং এ যেয়ে শফিক স্যার কে দেখালাম এবং স্যার ও যথারীতি সঠিক বা ভুল কোন মন্তব্য করতে নারাজ। রাতে নীতিশ স্যার যখন পড়াতে আসলেন স্যার কেও দেখালাম এবং স্যার আমাকে অভয় দিয়ে বললেন “ঠিক আছে”। আমি সবসময় মিছ করি আমার সেই স্যার দের MD Khater Uddin Nitish Chandra Ray। ইচ্ছা হয় আবার স্কুলে ভর্তি হয়ে ফিরে যাই সেই দুরন্ত শৈশবে।
James Boss

image
This page has been loaded 14973 times.