<<< আমার নিজস্ব ভাষা, আমার নিজস্ব সংকেতলিপি বা ক্রিপ্টোগ্রাফি >>>

আমার অসংখ্য বন্ধু বান্ধবীর ডাইরি তে আমার এই নিজস্ব সংকেতলিপি বা ক্রিপ্টোগ্রাফি লিখেছি, কিন্তু তারা কেও ই সেই লেখা গুলোর অর্থ আজও জানেনা।
আমার ছোট বেলার ডাইরি থেকে আরও একটি না বলা বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টি একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ছোট বেলা থেকেই আমি আমার একটি নিজস্ব ভাষা ব্যবহার করতাম এবং এখনো করি। আসলে ভাষা বললে ভুল হবে, আমার নিজস্ব সংকেতলিপি বা ক্রিপ্টোগ্রাফি।
ছোট বেলা থেকেই আমি আমার ডাইরি লিখতাম আমার নিজস্ব ভাষায়, অর্থাৎ সেটি শুধু আমি বুঝবো, অন্য কেও নয়। তাই আমার ডাইরি থেকে কেও বিন্দু মাত্র তথ্য পাবেনা।
এ ছাড়া আমি আমার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফের শেষ ক্লাসের দিন বন্ধুদের সবার ডাইরি তে তার বিষয়ে শুভেচ্ছা বানি লিখেছি আমার সেই নিজস্ব ভাষায়। লিখার পর সবাই অনুরোধ করতো অর্থ বলে দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত কাউকেই আমি সেই সব লেখার অর্থ বলিনি।
আজকের এই পোস্টের সাথের প্রথম কালো কালি দিয়ে লেখাগুলো আমার ক্লাস এইটে লেখা ডাইরির একটি পাতা এবং দ্বিতীয় বেগুনী কালিতে লেখাটি আমাকে লেখা আমার এক বন্ধুর চিঠি। সে আমার নিজস্ব এই সংকেতলিপি বা ক্রিপ্টোগ্রাফির অর্থ বের করার জন্য খুব সিরিয়াস ছিলো এবং একদিন আমাকে আমার ভাষা ব্যবহার করেই এই চিঠি লিখলো। চিঠি টি পড়ে দেখলাম সে আমার ভাষার প্রায় ৬০% ই বুঝে ফেলেছে। তারপর আমি আমার ভাষায় কিছুটা পরিবর্তন আনলাম এবং আরও একটু কঠিন করে ফেললাম।
আমার অসংখ্য বন্ধু বান্ধবীর ডাইরি তে আমার এই নিজস্ব সংকেতলিপি বা ক্রিপ্টোগ্রাফি লিখেছি, কিন্তু তোমরা সেই লেখা গুলোর অর্থ আজও জানোনা। আমি আবারো দুঃখিত যে আজও তোমাদের ডাইরিতে যা লিখেছিলাম সেগুলোর অর্থ তোমাদের জানাবোনা। তবে যে যেখানে থাকো, অনেক অনেক ভালো থাকো। শুভকামনা রইলো।
James

image