একটি শিক্ষণীয় ছবি  
 
 
গাছটি আপনার,অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না,মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে | 
 
ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে,তাহাজ্জুদ পড়ে,নামাজ পড়ে,রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা।যাদের নামে আপনি গীবত করে বেড়িয়েছেন,বাজে সমালোচনা করেছেন কেয়ামতের দিন আপনি আমি তাদের কাছে ফেঁসে যাবো।সেদিন আপনার আমার নেক আমল ওদের দিয়ে,তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চেপে দেওয়া হবে। সেদিন জাহান্নাম থেকে বাঁচার অন্য কোনো পথ থাকবে না -------------------------------------------------------------- 
 
আসুন আমরা গীবত ও খারাপ সমালোচনা করা বন্ধ করি |
		
 
						Respect!
			
			 Kommentar 		
	
					 Delen				
						 
											 
			 
			 
			 
			 
			