ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ নিয়ে সুখবর দিলেন বিজ্ঞানীরা
বিশ্ব জুড়ে করোনা নতুন ভয়াল থাবার নাম ওমিক্রন। নতুন এই ভ্যরিয়েন্ট ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ নিয়ে সুখবর দিলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক
২ মিনিটে পড়ুন

এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের বুস্টার ডোজ ৮০ শতাংশের বেশি কার্যকরী বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক।

অন্যান্য ভ্যাকসিনের তুলনায়, বুস্টার ডোজ ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ্য ব্যক্তিকে প্রায় ৮৫ শতাংশ সারিয়ে তুলতে সক্ষম বলেও জানান গবেষকরা।

ইম্পেরিয়াল কলেজের একদল টিম তাদের হাতে থাকা ওমিক্রনের সর্বশেষ তথ্যর ওপর পরীক্ষা চালনোর পর এই তথ্য জানিয়েছেন। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন মনে করেন করেন তারা।

ইমপেরিয়ালের গবেষণা দলের একজন অধ্যাপক আজরা গনি জানান, ‘ওমিক্রনের সিভিয়ারিটির পরিসর সম্পর্কে জানতে আরও কয়েক সপ্তাহ প্রয়োজন। তবে সম্ভাব্য যেকোনও প্রভাব মোকাবিলায় সরকারকে পরিকল্পনা হাতে রাখতে হবে।’

image
This page has been loaded 24733 times.