রসূলুল্লহ (স) বলেন, "শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।" (মুসনাদে আহমাদ, হাদিস ১১৬৫৬)
শীতকালে দিন ছোট হওয়ায় এবং আবহাওয়া ঠান্ডা থাকায় নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত-বন্দেগী পালন করাটা বেশ সহজ হয়ে যায়। পাশাপাশি দরিদ্র মানুষের নিকট শীতবস্ত্র পৌঁছানোসহ আরও নানান ভাবে দান-সাদাকাহ করার সুযোগও বেড়ে যায়। ফলে শীতকালে খুব সহজেই আল্লাহ তা'আলার নৈকট্য অর্জনের অপার সুযোগ পাওয়া যায়।
#deendaily
Like
Comment
Share