আজ ভাষার মাস ২য় দিন:
বই ছাপিয়ে ভাষা রক্ষা করা যাবে না
মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহন ও মাতৃভাষা চর্চা একটি মৌলিক ও জন্মগত অধিকার। প্রতিটি গণতান্ত্রিক দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় মাতৃভাষায় শিশু শিক্ষার স্বীকৃত দিয়েছেন। ১৯৫৭ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার ৪০তম অধিবেশনে গৃহীত কনভেনশন ১০৭- এ শিশুদেরকে তাদের নিজস্ব মাতৃভাষায় অথবা সম্ভব না হলে তাদের মধ্যে বহুল প্রচলিত ভাষায় শিক্ষা প্রদান করা স্বীকৃতি দেয়। বাংলাদেশ সরকার উক্ত কনভেনশনের স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছ্র এবং চুক্তি মোতাবেক সংশোধিত পার্বত্য জেলা পরিষদ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিন্তু উক্ত কনভেনশনের স্বাক্ষরদাতা দেশের আদিবাসী হয়েও এবং পার্বত্য চুক্তিতে উল্লেখ থাকলে চুক্তির দুই দশক ও বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অতিক্রম হলেও আজ দেশের আদিবাসী ছেলেমেয়েরা নিজস্ব মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে।
তথ্য: সংগৃহীত।

image