https://www.lovestory-bd.com/1198/
অবশেষে বউ যখন সিনিয়ার | Writer :Sahriar Islam Shanto
------------------------------------------------------------------------------------------------
সবার মত আজ আমিও সিংগেল থেকে বিংগেল হয়ে গেলাম।মানেটা বুঝলেন না আজ আমার সিংগেল লাইফ থেকে আমিও ডাবল হয়ে গেলাম মানে আজ আমার বিয়ে।আর একটু আগে মাত্র বিয়ে করে বউকে নিয়ে বাসায় আসলাম।হঠাত করে মা বাবা বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লাগল।আমার পরিয়টা দিলে হয়ত আপনরা হাসবেন তারপরেও বলি,,,,,আমি হচ্ছি রিয়াদ,বাবা মার এক মাত্র সন্তান।বর্তমানে আমি অনার্ষ ২য় বর্ষে পড়ালেখা করছি,আর তার পাশাপাশি একটা মাল্টিমিডিয়া কম্পানীতেও জব করতেছি।হঠাৎ করে কেন যে বাবা মা বিয়ের জন্য পাগল হয়ে গেল বুঝতেই পারলাম।বললাম পড়ালেখাটা শেষ করি তাও তাদের হল না,,