বেলা সাড়ে এগারো টা নাগাদ সেইন্ট মার্টিন দীপে এসে পৌঁছেছে মেঘদের জাহাজ টা। 
মেঘ আর আকাশ জাহাজ থেকে নেমে লাগেজসহ একে একে সবাইকে ধরে নামিয়ে নিল। 
একটু রোদ উঠেছে আবার আকাশ টা অনেকটা মেঘলা।শীতল হাওয়া বইছে। 
রিমঝিম জাহাজ থেকে নেমে চারিদিকটা দেখতে লাগলো। এতো এতো মানুষের ভীড়। 
সমুদ্রে ঢেউ এর গর্জন।ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে। 
রিমের মুখ থেকে আপনাআপনি একটি কথায় বেরিয়ে আসলো 
-ওয়াও… 
রিম কক্সবাজার এর আগে ৩ বার আসলে ও সেইন্ট মার্টিন এই প্রথম আসা তার। 
মুগ্ধ চোখে চারিদিকে দেখতে দেখতে লাগলো। 
মেঘ রিমকে খেয়াল করে বলল, 
#lovestory 
https://www.lovestory-bd.com/6259/
		
Like
			
			 Comment 		
	
					 Share