৫ম ঘটনা-উসমান ইবনে আফফান রাঃ – ইসলাম গ্রহণ
----------------------------------------------------------------------------------------
ইসলাম গ্রহণ
যখন আবু বকর রা. উসমান রা.-কে ইসলামের দাওয়াত দেন, তখন তার
বয়স ছিল ৩৪ বছর। এ দাওয়াতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি; বরং তিনি
সঙ্গে সঙ্গেই আবু বকর রা.-এর আহ্বানে সাড়া দেন। এভাবে তিনি নিজেকে।
অন্তর্ভুক্ত করে নেন প্রথমসারির মুসলমানদের তালিকায়। আবু ইসহাক বলেন,
‘আবু বকর, আলি এবং জায়দ ইবনে হারেসার পর প্রথম ইসলাম গ্রহণকারী
হলেন উসমান।
https://islamibarta24.com/%e0%....a7%ab%e0%a6%ae-%e0%a
Like
Comment
Share