আমি এসেছি পাখিদের মধুর গান নিয়,
আমি এসেছি নাম জানা ফুলের গন্ধ নিয়ে,
আমি এসেছি অনেক ভালোবাসা নিয়ে,
এসো ধরো আমার হাত।