যেদিন তুমি এসেছিলে | পর্ব -১১
লজ্জায় স্তব্ধ আহনাফ মূর্তির ন্যায় অন্যপাশ ফিরে দাঁড়িয়ে রয়েছে। রেণু যে কথা বলেছে এরপর তো আর মুখ না ঘুরিয়ে উপায় নেই। সত্যি বলতে সে নিজেই আহম্মক বনে গেছে। বাকিদের কী অবস্থা কে জানে! এই মুহূর্তে তার শামুক হতে ভীষণ ইচ্ছে করছে। শামুক যেমন নিজের সেইফটির জন্য শক্ত খোলসের আবরণের মধ্যে নিজেকে চট করে লুকিয়ে ফেলে; তারও ঠিক সেরকম নিজেকে শক্ত কোনো আবরণে আবৃত করে ফেলতে ইচ্ছে করছে।
জহির চৌধুরী ঘুম জড়ানো কণ্ঠে উঁচুস্বরেই জিজ্ঞেস করলেন,’কী হয়েছে?’
https://www.lovestory-bd.com/12709/
Like
Comment
Share