গ্যাস সংকট, শতভাগ বিদ্যুৎয়ানের দেশে দৈনিক লোডশেডিং হচ্ছে, ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্র্যাফিক জ্যাম, শহরে মশার উপদ্রব, অসহনীয় দ্রব্যমূলে আম জনতার নাভিশ্বাস উঠছে। বাজারে বেগুনের মূল্য ১০০ টাকা কেজি। তেল, চাল, শাক-সবজি সবকিছুর দাম আকাশচুম্বী। সন্মান নিয়ে বেঁচে থাকা মধ্যবিত্তরা মুখ ঢেকে টিসিবির লাইনে দাঁড়াচ্ছে। যানজটে স্থবির হয়ে আছে তামাম ঢাকা শহর। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে যানজটে ইফতারের সময় চলে যায়। গ্যাস নাই, যাও আবার আছে তাতে প্রেশার একদম কম, তারপর সরকার আরারো গ্যাসের দাম বৃদ্ধির পাইতারা করছে। আম জনতার এই দিকে কোনা খেয়ালই নাই। আমরা পরে আছি মাথার টিপ নিয়ে।
Like
Comment
Share
MD MIJANUR RAHMAN
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
James Boss
Delete Comment
Are you sure that you want to delete this comment ?