আহরার, ইফফাতের এক হাত দেয়ালের সাথে চেপে তার উপর হালকা ঝুঁকে পরলো। দাঁতে দাঁত চেপে বললো, 
” বিয়ে তো আমাকেই করতে হবে। তা আজ হোক বা দশ বছর পরেই হোক না কেনো।” 
ইফফাত প্রত্যুত্তরে কিছুই বললো না৷ কিছুক্ষণ নিষ্পলক আহরারের দিকে চেয়ে রইলো সে৷ এরপর অত্যন্ত ঠাণ্ডা স্বরে বললো, 
” আমার হাত ছাড়ুন।” 
. 
ইফফাতের মুখে ‘আপনি’ সম্বোধন শুনে আহরার প্রথমে খানিকটা অবাক হলো। পরে তাচ্ছিল্যের সাথে হেসে বললো, 
” বাহ….’তুমি’ থেকে সোজা ‘আপনি’ তে চলে গেলে!” 
#lovestory 
https://www.lovestory-bd.com/7223/
		
Synes godt om
			
			 Kommentar 		
	
					 Del				
						 
											 
			 
			 
			 
			 
			