3 yrs ·MeghPori Films™

ছোট বেলায় যখন পরিবারের সাথে আত্নীয়দের বাসায় ঘুরতে যেতাম। তখন নতুন নতুন ফার্নিচার, ইন্টেরিয়র দেখতাম। আর যাদের বাড়ি যতবড় ততো বিষ্মিত হতাম। আর আম্মুকে এসে হয়তো সরল মনেই বলতাম তারা কত বড়লোক। বড়লোক বলতে আমরা টাকাপয়সা বেশিদের বুঝি।
যাইহোক, অনেক ইন্টেরিয়রের কাজ বুঝতাম না। আসলে নান্দনিক সৌন্দর্য বোঝার উপলব্ধি তখনও হয়তো হয়নি। বলতাম, এতো বড় বাড়িতে সুবিধা কি। আসলে বাড়ি বড় হলে মনটাও বড় হয়ে যায়। যদি নান্দনিক মানসিকতার হয়।
আমাদের পরিবারের সদস্য মাত্র ৪ জন। আম্মু আব্বু ছোটভাই ও আমি। সেই অনুযায়ী দোতলার বাড়ির পুরোটাতেই আমরা। বেশির ভাগ সময় এই বাড়িতে থাকেন ২ জন। তাই বাবা মা দোতলায় উঠেই না। যদি আমরা দু'ভাই বাসায় থাকি সেক্ষেত্রে আম্মু রাত ১২ টায় ঘুমানোর আগে আসেন। তাও মাঝেমধ্যে আসেনা। অসুস্থতার কারণে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। যাইহোক আজ বহুবছর পর এসেও আমার প্রশ্ন এতো বড় বাড়ি দিয়ে আসলে কাজ কি? নান্দনিক সৌন্দর্য যথেষ্ট নয়। যদি বাড়িটি সুনশান-নিস্তব্ধই থাকে।
প্রাইভেসি নামক শব্দটা আমাদের একা করে দিচ্ছে কি?

#সৃষ্টি
#premdevota
#perspective
#bd
#linkeei
#meghporifilmsbd

image