আনন্দ ধারা বহিছে ভুবনে , এ ধারায় করো স্নান মনে প্রানে।
ওদিকে অতৃপ্ত মন তৃপ্তি পেতে , বিশেষ কিছুর ওপর নির্ভরশীল হয়ে পরে , যেমন এক ফোটা শিশির একটি সামান্য পাপড়ির প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত গোলাপ বাগানের সৌরভ হারায় । খন্ডকে গুরুত্ব দিতে গিয়ে অখন্ডের আনন্দ প্রসাদ থেকে বঞ্চিত হয় , “তীব্র আসক্তি” তাকে সামান্য পাপড়ির দাসে পরিনত করে অথচ সেও ঝর্না ধারায় বিলিন হয়ে ঝর্নাধারা হতে পারতো , অবাধ অগাধ হতে পারতো , আত্মনির্ভরশীল মক্ত মহাপ্রান হতে পারতো।

image