3 yrs ·MeghPori Films™

শেকড়ের মত বিশ্ব মানচিত্র গজাচ্ছে। গুগল ম্যাপে খেয়াল করে দেখবেন, নতুন নতুন রোড তৈরি হচ্ছে। আর বিলীন হচ্ছে হাওর জমি।

আর কত মানচিত্রের ভাগাভাগি হবে? ক্ষুদ্র থেকেই ক্ষুদ্রতম, বিচ্ছিন্ন থেকে এককে পরিনত। তাই একতার হিসেব শূণ্য।

MeghPori Films™