মৌনতার দিকে টেনে নিয়ে যাব সমস্তদিক।
প্রচন্ড চুপচাপ আর প্রচলিত মাত্রার শব্দের বাইরে! প্রতিদিন কারো না কারো স্বপ্নে বা এমনি একলা লাগা বিকেল,
যেইসবে সন্ধ্যা কাতর নামে -
নইলে বন্ধুত্বে দাবীদার কেউ,
সেও মানুষের মতোনই
'কাঁধের সমানে হাঁটবার সুখ যারা দেয়'
কথা বলতে আরাম,
আত্মারা আমরা যেমন একই থাকি আসলে ভিতর ভিতর!
এই জীবন? এই জীবনের পরের জীবন;
যদি থাকে,
যদি সত্যিই হয়ে যায়
মানুষের মতোন করে অলৌকিক ঈশ্বরের ডাক!
সব মৌনতার দিকেই যাবে,
যেমন চুপচাপ শাখার সাথে নদী এখনো কোথাও।
#perspective
#premdevota
#সৃষ্টি
Like
Comment
Share