"শবে কদর (ফার্সি: شب قدر‎‎) বা লাইলাতুল কদর (আরবি: لیلة القدر‎‎) এর অর্থ "অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত" বা "পবিত্র রজনী"। ফার্সি ভাষায় "শাব" ও আরবি ভাষায় "লাইলাতুল" অর্থ হলো রাত্রি বা রজনী, অন্যদিকে ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। তার মানে ভাগ্য নির্ধারণের রাত। আজ ২৭শে রমজান। লাইলাতুল কদর হবার সবচেয়ে বেশি সম্ভাবনা যে রাতে। যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আল-হামদুলিল্লাহ আল্লাহ পাকের কি কুদরতি ইচ্ছা আজ আবার শুক্রবার তার উপর রমজানের শেষ জুম্মা যাকে বলা হয় জুমাতুল বিদা। সব রহমত যেন আল্লাহ আজ উজার করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলের মনকে রহমত আর তার ভয়ে পরিপূর্ণ করে তুলুক একই সাথে বিগত দিনের সকল গুনাহ মাফ করে দিয়ে মনের যত নেক আশা আছে সব গুলো পূরন করে দিক - আমিন

image