সত্যজিৎ রায়ের ছিলেন বংশী চন্দ্রগুপ্ত আর ঋত্বিককুমার ঘটকের সহায় রবি চট্টোপাধ্যায়। এই দুই শিল্পনির্দেশক না থাকলে সত্যজিতের ‘পথের পাঁচালী’ কিংবা ঋত্বিকের ‘কোমলগান্ধার’ কি অতখানি জীবন্ত হয়ে উঠে আসত দর্শকদের মনে?