Riaz Ahamad, James Boss
প্রত্যেকেই একটি পূর্ণাঙ্গ জীবনের কাছাকাছি থাকতে ভালোবাসে। ধরা যাক আমার যদি কোষ্ঠকাঠিন্যবদ্ধ জীবন হয়, তাহলে দুর্গন্ধ ক্রমশ আমার মাথায় উঠবে। বিশুদ্ধতা কোনও গুণ নয় - এটি আবর্জনার অনুপস্থিতি। কিন্তু আমি যদি দুর্দান্ত মানুষ হয়ে উঠতে চাই তাহলে আমার সংযোজনের দরকার নেই - বিয়োগের প্রয়োজন। তাই আমি যদি কিছু জিনিস ঝেড়ে ফেলে দেই তাহলেই আমি দুর্দান্ত মানুষ হয়ে উঠবোই...