এক নজরে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন
কালেরস্বাক্ষী বহনকারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ নতুন বাজারে একটি ঐতিহ্যবাহী হলো গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ । কাল পরিক্রমায় আজ গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন।

খ) আয়তন -১২,০০০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৬১১৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

পুরুষ- ১২৮৩৯, নারী- ১৩২১৪

ঘ) গ্রামের সংখ্যা – ৫৪ টি।[১]

ঙ) মৌজার সংখ্যা – ৩৩ টি।

চ) হাট/বাজার সংখ্যা – ০৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৮৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

সরকারী প্রাথমিক বিদ্যালয়– ০৯টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়– ০৬টি,

উচ্চ বিদ্যালয়– ০৪টি,

মাদ্রাসা– ০৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব আখলাকুর রহমান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২৬/১২/১৯৯৪ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ – ১২/০৫/২০১৬ইং

২) প্রথম সভার তারিখ – ২২/০৫/২০১৬ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০৫/২০২১ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

বিশ্বম্ভরপুর(নাগরাখালি), সৈদেরগাঁও, বড় সৈদেরগাঁও, ধারণ, কাকুরা, বদিরগাঁও, জালালপুর, ফুরকান চক, ফরিদপুর, পীর নগর, কটালপুর, শ্রীপুর, আলমপুর, গোপাল নগর, হাইলকেয়ারী, মল্লিকপুর, সাউদপুর, চারালকোনা, পীরপুর, খাগামুড়া, গোয়াশপুর, নোয়াগাঁও, বাউভোগলী, কশ্ববড়াই, গহরপুর, গোবিন্দ নগর, বিলপাড়, সিঙ্গুয়া, একানিধা সিঙ্গুয়া, দশঘর, গৌরনগর, লক্ষীপুর, বুড়াইরগাঁও, সদরপুর, হায়াতপুর, আলাপুর, স্বরমল্লা, দয়ারাই, পশ্চিম সুহিতপুর, সুহিতপুর, পূর্ব সহিতপুর, লক্ষীপুর, গোবিন্দপুর, মোল্লাআতা, উওর চাকলপাড়া, দক্ষিণ চাকলপাড়া, চাকলপাড়া, পূর্ব চাঁনপুর, ব্রাহ্মনগাঁও, পশ্চিম চাঁনপুর, সোনারগাঁও, তকিপুর, বেরাজপুর, খিদিরপুর, আসামপুর।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৮ জন।[২]

ওয়ার্ড ভিত্তিক লোকসংখ্যা[৩]
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ওর্য়াড ভিত্তিক লোকসংখ্যার তালিকা

ক্র:নং ওর্য়াড নং নারী পুরুষ সর্বমোট
০১ ০১ ২১৮৬ ২৩০৯ ৪৪৯৫
০২ ০২ ২৩৭৮ ২২৮২ ৪৬৬০
০৩ ০৩ ২১৯১ ২৪৫০ ৪৬৪১
০৪ ০৪ ১৯১৭ ২০৫৫ ৩৯৭২
০৫ ০৫ ১২১৯ ১৩৭৫ ২৫৯৪
০৬ ০৬ ২১৩৫ ২২৮৫ ৪৪২০
০৭ ০৭ ১২৮৭ ১৪১২ ২৬৯৯
০৮ ০৮ ১১৫২ ১২৬১ ২৪১৩
০৯ ০৯ ৬৮২ ৭২১ ১৪০৩
সর্বমোট ১৬১৫০ ১৫১৪৭ ৩১২৯৭
গ্রামসমূহ
ক্রমিক
নং

ওয়ার্ড নং গ্রামের নাম
০১ ০১ বড় সৈদেরগাঁও, সৈদেরগাঁও, ধারণ, কাকুরা, বদিরগাঁও, জালালপুর, ফুরকান চক, ফরিদপুর, পীর নগর, কটালপুর, শ্রীপুর, আলমপুর, গোপাল নগর।
০২ ০২ হাইল কেয়ারী, মল্লিকপুর, সাউদপুর, চারালকোনা।
০৩ ০৩ পীরপুর, খাগামুড়া, গোয়াশপুর, নোয়াগাঁও, বাউভোগলী, কর্শ্ববড়াই, গহরপুর।
০৪ ০৪ গোবিন্দ নগর, বিলপাড়, সিঙ্গুয়া, একানিধা সিঙ্গুয়া।
০৫ ০৫ দশঘর, বিশ্বম্ভরপুর, গৌর নগর, লক্ষীপুর।
০৬ ০৬ বুড়াইরগাঁও, সদরপুর, হায়াতপুর,আলাপুর, স্বরমল্লা, দয়ারাই, সুহিতপুর, পশ্চিম সুহিতপুর, পূর্ব সুহিতপুর, লক্ষীপুর, গোবিন্দপুর, মোল্লা আতা।
০৭ ০৭ চাকলপাড়া, উওর চাকলপাড়া, দক্ষিণ চাকলপাড়া, পূর্ব চাঁনপুর।
০৮ ০৮ ব্রাম্মণগাঁও, পশ্চিম চাঁনপুর, সুনারগাঁও, তকিপুর।
০৯ ০৯ বেরাজপুর, খিদিরপুর, আসামপুর।