ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে।।
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে বিদায় প্রাতের
উতলাকে পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।