#সপ্নগুলো আজ বড় অচেনা

সপ্নগুলো এসে বলে, কিরে কই গেলো তোর বেলা।
বলে ছিলাম তোকে ওনেক, মনে করিস না আমায় সকাল, দুপুর, সন্ধেবেলা।
হলো না এখন সবশেষ, যা যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।

এত কিছু থাকতে ও তোর আরও অনেক লাগে।
কি ছিল তোর কমতি জীবনে আমায় আনলি ডেকে।
তোর সাথে আমিও নেচেছি হাবাগোবা হয়ে।

যখন বুঝলাম ভুল করছিস বুঝেয়েছি অনেক তোকে
কে শুনে কার কথা বিনামূল্যে যে পেয়েছিস আমাকে।

পরিশেষে একটা উপদেশ দেই মনে করিস না আর আমায়,
৭০০ কোটি মানুষের জন্য কাজ করা বড় দায়।

৯ ফেব্রুয়ারি, ২০২১
ভোর ৬ঃ০৭

This page has been loaded 20445 times.