#ভালবাসার প্রতিশোধ 
 
ভালবাসি তোমাকে অনেক বলেছি। 
কথায় কথায় বলেছি। 
লাজ লজ্জা ভূলে মনের গভীর থেকে বলেছি। 
বিনিময়ে তিরস্কার পেয়েছি। 
তিরস্কৃত হয়েও বেহায়াপনার চরমে পৌছে ও অনেকবার বলেছি।  
ভালবাসি তোমাকে। 
 
অনেক বার বলেছি তোমাকে আমি মিস করি। 
তোমাকে ছাড়া আমার পক্ষে এক মূহুর্ত থাকা সম্ভব না।  
তোমাকে ভেবে নির্ঘুম রাত কাটানোর গল্প করেছি। বিনিময়ে উত্তর পেয়েছি, আমি নাটক করি।  
 
আর আজ আমার সময় হয়েছে,  
মন পাথরের মতো শক্ত হয়েছে।  
আজ তুমি বলো 
তোমাকে অনেক ভালবাসি। 
কথায় কথায় বলো।  
লাজ লজ্জা ভূলে বলো।  
আমার থেকে একটু বেশিই বলো। 
ভালবাসি তোমাকে।  
 
আজ তোমার মুখ থেকে  
ভালবাসি তোমাকে  
শুনলে আমার খুব করুণা হয়।  
খুব খেয়াল করে দেখলে বুঝতে পারবে 
তোমার প্রতি করুণা আমার চেহারায় মুচকি হাসিতে রূপান্তরিত হয়ে ফূটে উঠে।  
 
আমি তোমাকে ভালবাসি, 
শুভরাত্রি, 
 
২৩, আগষ্ট ২০২০ 
রবিবার 
রাত ঃ ০৩:০০
		
 
											 
			 
			 
			 
			 
			