2 yrs ·MeghPori Films™

আমি আহামাদ রিয়াজ।
একজন গল্পকার। চাকুরীর অভিজ্ঞতা প্রায় ৮ বছর। জিটিভিতে শুরুটা ছিল ২০১৪ তে। ২০১৯ এ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে প্রযোজক হিসেবে কাজ শুরু। তারপর ২০২১ এর নভেম্বরে রিজাইন দিয়ে বর্তমানে কেরানীগঞ্জ নিজের বাসায় একজন ফ্রিল্যান্স কন্টেন্ট মেকার হিসেবে কাজ করছি।
আমি কন্টেন্ট লিখা, স্টোরিবোর্ড, ডিরেকশন ও এডিটিং করে থাকি। একজন ভিজ্যুয়ালাইজার হিসেবে কাজ করি। আর এই কাজটি করতে আমার আনন্দদায়ক লাগে।
ডকুফিল্ম করেছি ১০০ টার মত। যেগুলো স্যাটেলাইট টিভিতে সম্প্রচার হয়েছে। প্রায় ৫ বছর প্রযোজক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে।
আমার একটি বিশেষ গুণ আছে। আমি উপস্থিত গল্প বলতে জানি। আর এই বিষয়টি আমার কাজের উপর প্রভাব করে। যার ফলে, আমি যেকোনো ফুটেজ দেখে গল্প দাঁড় করার চেষ্টা করি। আমি স্যাটেলাইট চ্যানেল গুলোতে মিউজিক্যাল শো'র প্রযোজনা বেশি করেছি। আর অনলাইন ভিডিও এডিটরের কাজটা নিজেই করতাম।
এডোবি প্রিমিয়ার প্রো সিসিতে আমার দক্ষতা আছে। আমি বেশ সংখ্যক টেলিফিল্মে এডিটর হিসেবেও কাজ করেছি।
মোশন গ্রাফিক্স, টাইটেল, ক্রোমা, সাউন্ড ব্যালেন্স, কালার কারেকশান, স্লো-মোশন, জেনারেল এনিমেশান কাজগুলোতে আমার দক্ষতা রয়েছে।
অবসরে ভাবি, কাজের ভাবনায় সময় কেটে যায়। যখন নিজের মত করে থাকতে চাই, তখনো ভাবতেই চাই। আমার সবুজ প্রশান্তি ভাল লাগে। নিরাপদ ভ্যালীতে বসে ভাবতে আনন্দ লাগে।
আমার হিস্ট্রি ও ঐতিহ্য কৌতূহলী করে।
মাঝে মাঝে মনে হয়, আমি একজন টুরিস্ট গাইড হিসেবেও বেশ ভাল করব। কিন্তু তার আগে একটা গল্প শেষ করব, তা দিয়ে চিত্রায়ন করব।
#সৃষ্টি
#premdevota
#perspective
#meghporifilmsbd @meghporifilmsbd

image