হেদায়েত পাওয়ার মাধ্যমের বেশি গুনকীর্তন করতে যাবেন না। জ্ঞান হলো হেদায়েত পাওয়ার একটি মাধ্যম। যদি শুধু জ্ঞান অর্জন নিয়ে পড়ে থাকেন, হেদায়েত পাওয়ার কথা ভুলে যেতে পারেন। এটা ঠিক এমন— খুব গুরুত্ব দিয়ে ওযু করলেন কিন্ত নামাজে কোনো মনোযোগ দিলেন না।

আপনি এ জন্য শিখছেন না যে, যেন আরো শিখতে পারেন, আরো শিখতে পারেন এবং আরো শিখতে পারেন। আপনি শিখছেন এজন্য, যেন আল্লাহর অধিক নিকটবর্তী হতে পারেন। আপনি হেদায়েত পাওয়ার জন্য শিখছেন। যদি এ লক্ষ্যে না শিখে থাকেন তাহলে এ শেখার কোনো অর্থ নেই। এর পুরাটাই অর্থহীন।

জ্ঞানার্জন কেবল তখনি অনিন্দ্য সুন্দর যখন এটি আপনাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। আর যদি এ ব্যাপারটা ভুলে যান তখন এ জ্ঞানার্জনটাই কুৎসিত একটি ব্যাপারে পরিণত হয়। এটি ভীষণ নোংরা একটি ব্যাপারে পরিণত হয়।

এমন অনেক মানুষ আছে যারা খুব জ্ঞানী, অনেক কিছুর উদ্বৃতি দিতে পারে, তাদের কথাগুলো বড়ই হৃদয়গ্রাহী, কিন্তু ভাই তাদের ব্যক্তিগত জীবন সেইরকম কুৎসিত, খুবই বিশ্রী।

জানেন? কিয়ামতের দিন আল্লাহ শুধু কোন ব্যাপারটার প্রতি গুরুত্ব দিবেন? তিনি বলেন— اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ - (ইল্লা মান আতাল্লাহা বি ক্বালবিন সালিম)- "কেবল (সাফল্য লাভ করবে) সে ব্যক্তি যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট আসবে।" (২৬:৮৯)

......

আমি যে আপনাদের নিকট বিশটি তাফসীর গ্রন্থ থেকে উদ্বৃতি দিচ্ছি আপনাদের বুঝা উচিত আমি জ্ঞান অর্জনকে অবজ্ঞা করছি না। জ্ঞানের চেয়ে বড় উপহার একজন মানুষের জন্য আর কি হতে পারে! কিন্তু উদ্দেশ্য ছাড়া জ্ঞানের তো কোনো অর্থ নেই।