#কিছু_মূল্যবান_সফট_রিমাইন্ডারঃ

১. দরিদ্র কারো সামনে আপনার বান্ডিলের টাকা গুনবেন না।

২. এতিম কারো সামনে নিজের বাবার আনা জিনিসপত্রের সমালোচনা করবেন না।

৩. ব্যথিত হৃদয়ের কারো সামনে নিজের হ্যাপিনেস এর অবস্থা জাহির করবেন না।

৪. অসহায় ভিক্ষুকদের কখনো খালি হাতে ফেরত দিবেন না। সাধ্যের মধ্যে যা যা পারেন তাই দিবেন।

৬. কখনো কাউকে এমন আঘাত দিবেন না, যার ফলে সে জায়নামাজে বসেও আপনার দেওয়া সেই আঘাতের কথা ভেবে কান্না করে।

৭. জমিনের উপর গর্ব- অহংকার নিয়ে চলবেন না, কেননা তা আপনার এবাদত'কে পুড়ে ছাই করে দেবে।

৮. গীবত করবেন না,কারণ আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মৃত ভাইয়ের গোশত খাইতে আর কৃষ্ণ বর্ণের আগুনে পুড়তে।

৯. মানুষের দোষ খুঁজতে যাবেন না। দোষ শুনলেও তাকে প্রত্যাহার করবেন না। কেননা দোষ ছাড়া মানুষ খুঁজতে গেলে আপনাকে সারাজীবন একা কাটাতে হবে।

১০. আপনি সবার মঙ্গলের জন্য দোয়া করুন, তাইলে ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করবে।
সংগৃহীত