একজন বাবার দেয়া সেরা উপদেশ
১। কখনো কাউকে ছোট করে দেখবে না, নইলে তুমিই ছোট হয়ে যাবে।
২। জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতোটা নিজে একবার মুছে দিয়ো। জুতো কিনতে গেলে নিজেই ট্রায়াল দিয়ো।
৩। কখনো কামলা, কাজের লোক, এসব বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদের ভাই, বোন, কাকা, কাকী বলে ডেকো।
৪। পড়াশুনা করে জীবন উন্নত করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।
https://www.lovestory-bd.com/7601/
पसंद करना
टिप्पणी
शेयर करना