***************সম্পর্কের রহস্য *************
রহস্য। এই শব্দটি শুনলে আমাদের একটা শিহরণ রোমাঞ্চ অনুভূত হয়। আমরা সবাই জানি ,পানির অপর নাম জীবন। কিন্তু আমাদের জীবন টা মানেই রহস্য। ....জীবনের শুরু থেকে সেই রহস্যজগতের যাত্রা শুরু হয়। জীবনে চলার পথে নানা ঘটনা পরিস্থিতি তে রহস্য গুলো উন্মোচন হয়। আবার সৃষ্টি হয় রহস্য। কোনো বিষয় নিয়ে যত রহস্য থাকে, তত শিহরণ ,রোমাঞ্চ,অনুভূতি জাগে।
আমাদের জীবনের সম্পর্কের গুলো মাঝে রহস্য গুলো তৈরি হয় না,কোনো এক সময় তাই মনে হয় সম্পর্কের মাঝে কোনো শিহরণ রোমাঞ্চ নাই। সম্পর্ক গুলো মলিন পুরোনো হতে থাকে ,সম্পর্কের মাঝে প্রাণ থাকে না। সম্পর্কের মাঝে একটি রহস্য রাখা উচিত,যে রহস্য গুলো একটি উন্মোচন হলে আরেকটি থাকবে,সেটা হয়তো গভীর ভালোবাসা রহস্য হতে পারে,.আবার ভালোবাসার মধ্যে নানা রকম বৈচিত্রতার রহস্য হতে পারে,ব্যক্তি বিশেষ ভালোবাসার মধ্যে রহস্য ,ভালোবাসার মধ্যে আকর্ষণ,রোমাঞ্চ,অনুভূতি রোমান্টিকতা,প্রেম সৃষ্টি করে। সময়ের সাথে সেই রহস্য কে ধরে রাখতে হয়,তবে ভালোবাসা টিকে থাকে।
:ভালোবাসা কে তাই কখনো পুরোপুরি ভাবে সব টা প্রকাশ করতে হয় না,ভালোবাসা কে রহস্যের মতো রেখে জীবন চলার পথে প্রকাশ করতে হয়,২ জন একসাথে জীবনে ভালোবাসার বন্ধন তৈরি করতে,বা পাশে থাকতে। তবেই সম্পর্ক ভালোবাসা ,বেঁচে থাকে।
নাঈম আহমেদ এর লেখা " সম্পর্ক ও জীবন " বই থেকে
MD Sumon Hossen
删除评论
您确定要删除此评论吗?
James Boss
删除评论
您确定要删除此评论吗?