শহরে চাচার বাড়িতে বেড়াতে আসার একদিন পর এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে চাচা পলাতক রয়েছেন।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঞা জানান, রোববার সকালে পৌর শহরের ব্যাংক কলোনী একটি বাড়ি থেকে ২৮ বছর বয়সী এই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এই তরুণী শনিবার দুপুরে তার দূর সম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনী বেড়াতে আসেন। রোববার ভোরে চাচা নিজেই তরুণীর মৃত্যুর খবর তাদি বাড়িতে দেন।

পরে স্বজনদের কাছে খবর পেয়ে পুলিশে মরদেহ উদ্ধার করে বলেপুলিশ জানায়।

ওসি আবুল কাশেম ভূঞা জানান, শনিবার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

তিনি বলেন, ওই বাড়ির মালিক তরুণীর দূর সম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন। আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে।

image