মোবাইলে সকল অ্যাপস একই ফোল্ডারে রাখা নিজের ইচ্ছামত
উপরের যে ছবি দেখা যায় । সেখানে নিজের ইচ্ছামত ফোল্ডার বানিয়ে রেখেছি । কোনো ফোল্ডারে পাঁচটি, কোনো ফোল্ডারে দুইটি আবার কোনো ফোল্ডারে দশটি অ্যাপস রেখেছি ।
আমি যে ফোনে করেছি এটা রিয়েলমি কোম্পানির একটা ফোন । এখানে ফোনে যে অ্যাপস ইনস্টল করি এই গুলো আমাদের ফোনের ভেতরে না রেখে ফোনের উপরে মানে সাধারণ ডিসপ্লেতে আনতে পারি ।
এর জন্য ফোনের ভেতরে ইনস্টল অ্যাপটি চেপে ধরতে হবে । চেপে ধরার সাথে সাথে ভেতর থেকে সামনে চলে আসবে । আবার একটা অ্যাপ একই ভাবে চেপে ধরবেন এবাং আগের অ্যাপের কাছে নিয়ে যাবেন ।
দেখবেন দুইটি অ্যাপ একই সাথে হয়ে গিয়েছে আর একটা ফোল্ডার তৈরি হয়েছে । যার নাম থাকবে ইংরেজিতে Folder এই নামে । এবার আমার মত নাম দিবেন যেভাবে ।
এবার এই ফোল্ডারে ক্লিক করবেন । ক্লিক করার সাথে সাথে অ্যাপগুলো পাশাপাশি থাকবে আর Folder এর পাশে ক্লিক করলে আপনার ইচ্ছামত ফোল্ডারের নাম Edit করতে পারবেন ।