বাংলা মা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভূমি,
বাংলা ভাষায় কথা বলি আর
বাংলার ছেলে আমি।

বাংলার প্রতি রয়েছে আমার
গভীর ভালোলাগা,
বাংলার বুকে লালিত আমি
তাই বাংলাকে ভালবাসা।

বাংলা তুমি হাজার গুণের
মধুময় এক সৃষ্টি,
এক নজরে দেখলে তোমায়
ফেরানো যায় না দৃষ্টি।

জীবনে বাংলা,মরণে বাংলা
হৃদয়ে বাংলাদেশ
আমার বাংলা, তোমার বাংলা
সোনার বাংলাদেশ।


(নারায়ন)

This page has been loaded 11056 times.