তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক জোনাকি নীল
আমি রংধনু রঙে সাজিয়েছি দেখ এক আকাশ স্বপ্নীল
তুমি হেসে উড়ে বেড়াও আমায় ভীষণ ভালো লাগাও
তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক
তুমি তো চেয়েছিলে ঠিক এমনি একজন
দেখো আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন