বাংলাদেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা কত

ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারকারীর সাথে সাথে ইন্টারনেট ইউজারের সংখ্যা বেড়ে চলেছে । বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না । এই ইন্টারনেট এর কাজ বাংলাদেশ সরকার তদারকি করে থাকে ।

(বিটিআরসি) আমাদের দেশে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করে তার হিসাব রাখে । সর্বশেষ নভেম্বর মাসের হিসাব বিটিআরসি’র ওয়েবসাইটে দেওয়া আছে । সকল হিসাব মিলিয়ন এ দেওয়া আছে ।

১ মিলিয়ন= ১০ লক্ষ । মোবাইল ইন্টারনেট ইউজার ১১৩.৪৪ মিলিয়ন । আর ফিক্সড ইন্টারনেট আইএসপি ও পিএসটিএন ১১.৫৮ মিলিয়ন । মোট গ্রাহক সংখ্যা ১২৫.০২ মিলিয়ন ।

যারা অন্তত সর্বশেষ ৯০ দিনের মধ্যে একবার ইন্টারনেট ব্যবহার করছেন এবং ফিক্সড ইন্টানেটে সাবস্ক্রাইবার আছে । বিটিআরসি আইএসপি সার্ভিস প্রভাইডার, ইন্টানেট ডাটা অ্যানালাইসিস ও অপারেটরদের কাছ থেকে ডাটা নিয়ে এই রিপোর্ট করে ।

ইন্টারনেট গ্রাহক সংখ্যা অনেক বেশি হওয়ায় তিন মাস পরপর ডাটা আপডেট করে থাকে । এখানের সকল ডাটা ও ছবি (বিটিআরসি) এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে । ধন্যবাদ ।

image