একটু জ্বর দেবে?
সাথে এককাপ চা?
সাথে একপিস বিস্কুট দিলে,
সমুদ্রে ধোয়াবো পা।
একমুঠো রোদ দেবে?
সাথে আমি আর তুমি?
সাথে একখানা চুম্বন দিলে,
গা মুছাবো আমি।
একটু বৃষ্টি দিবে?
সাথে কদমের ফুল?
ভেজা খোপা খুলে দিলে,
রাত হবে অনুকূল।

This page has been loaded 14110 times.