এই প্রশ্নের সহজ উত্তর হলো বেশির ভাগ ছেলে ডান হাতে কাজ করতে অভ্যস্ত। তাই যখন তারা চুল আঁচড়ায়, তখন বাঁ দিকে সিঁথি কাটা তাদের জন্য সহজ। সে জন্যই পুরুষের চুলের স্টাইল ও রকম। এ যুক্তির একটা সমস্যা আছে। পুরুষ বা ছেলেদের জন্য যদি এই তত্ত্ব সত্য হয়, তাহলে মেয়েরা কেন বাঁ দিকে সিঁথি না কেটে মাঝখানে কাটে। ছেলেদের মতোই তাদেরও তো সাধারণত ডান হাত বেশি চলে। তাহলে এ ক্ষেত্রে ভিন্ন কেন হবে? এর উত্তর অবশ্য দেওয়া কঠিন।
মেয়েদের কেশবিন্যাশ যাঁরা করেন তাঁদের মতে, সাধারণত মাথার যেখানে চুলের স্বাভাবিক বিভক্তিরেখা থাকে, সেখানেই সিঁথি করা হয়। মাথার ঠিক মাঝ বরাবর এই স্বাভাবিক বিভক্তিরেখা। এই বিবেচনায় বলা যায়, মেয়েদের চুলের সিঁথি যে সাধারণত মাঝ বরাবর থাকে, তার কারণ হয়তো এটাই।
যেহেতু মেয়েদের চুল সাধারণত দীর্ঘ, সে কারণে তাদের চুল মাথার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই পাশে বিন্যস্ত হয়। দীর্ঘ চুল ডান অথবা বাঁ দিকের সিঁথিতে আঁচড়ানো কঠিন। কিন্তু ছেলেদের চুল সাধারণত ছোট করে রাখা হয়। সে জন্য তাদের চুলের স্বাভাবিক বিভক্তিরেখার প্রকাশ ঘটে না।
অবশ্য মনে রাখা দরকার যে ছেলেদের অনেকে ডান দিকেও সিঁথি করে, আবার মেয়েদের অনেকে বাঁ দিকে সিঁথি করে। এগুলো ব্যতিক্রম হিসেবে দেখা চলে। প্রাগৈতিহাসিক যুগে যখন ছেলেদের চুলও দীর্ঘ ছিল, তখন তাদের চুলও মাথার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুই পাশে বিন্যস্ত থাকত।
কালক্রমে যখন ছেলেদের চুল ছোট রাখার চল হলো, তখন হয়তো বাঁ দিকে সিঁথির প্রচলন হয়েছে। অনেক দেশে মেয়েরাও চুল ছোট রাখে। তাদের সিঁথি সুনির্দিষ্ট থাকে না।
তথ্য: প্রথম আলো