নিজের পায়ের তলাটা অপরিষ্কার থাকলে, নিজেকে ছোটলোক মনে হয়না?

এটা একান্তই আমার ব্যাক্তিগত অনুভূতি!


পবিত্র লাইলাতুল বরাত গেল, গত হওয়া রাতটিই। মাত্রই ঘরে ফিরলাম। আমি গতকাল ২ টায় বাসা থেকে বের হয়েছিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আমি রেগুলার সিরাজগঞ্জ আজাদিয়া পাক দরবার শরীফে যাই। কারণ একটাই সেখানে গেলে আমি বুঝি
আমি আসলে কিছুই জানিনা। অনেক কম জানি কিংবা কিছুই জানিনা। একটা ভিন্ন অনুভুতি আমি পাই। হুট করে কেমন জানি স্বার্থপর প্রেমিক হয়ে যাই। কিংবা এই জগতের প্রেমিকা এমন কি নিজের মাকেও আপম ভাবতে পারিনা। কারণ কি? একটাই শব্দ ঈশ্বর! এক ঈশ্বরবাদ । যার একটি সুন্দর নাম আল্লাহ। হুট করেই একটা প্রেম লাগে শব্দটির মাঝে।
যাইহোক, আমার কথা সেখানে না। সারা রাত খালি পায়ে হেঁটে পায়ের তলায় মাটি কিংবা বালি লেগে ছিল। সহজে উঠার না।
তবে মন্দ ছিল না। সহজ আনন্দ বিরল পাওয়া।
ভোরে স্যারের সাথে গুড়ের চা শ্যামলীতে পান করা। আর স্যারকে ১৯৯৪ এর শ্যামলীর কথা এলাকা কেমন ছিল তা বর্ণনা করছিলাম। স্যার ও আগ্রহ নিয়ে শুনছিল, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম স্যার ভিজ্যুয়ালাইজ করে মজা পাচ্ছিল।
হুট করে আমি চা'টা আর পারছিনা বলে কন্সেন্ট্রেশন ব্রেক দিলাম স্যারের। তারপর বিল দিয়ে আশা টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ একটাই আমার বাইক টাওয়ারের বেজমেন্টে রাখা। আর তা সকাল ৬ টা না বাজলে খুলবেনা। তাইতো সময় পাস করছিলাম চা খেয়ে। নতুবা আমি চা পছন্দ করিনা।
যাইহোক, বাইক নিলাম স্যারকে শ্যামলী কাজি অফিস স্যারের বাসায় নামিয়ে দিয়ে এলাম।
তারপর প্রেমিকার কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে কেরানীগঞ্জের পথে পিকয়াপ টানলাম। মুখস্ত পরিচিত রাস্তায় নানা পুরোনো নস্টালজিয়া ভাসে। মোহাম্মদপুর, প্রিয় মানুষের চেনা অলিগলি আর অনেক প্রেমের চিঠির পথের মোড়। কত শত প্রেমিকা আর আবেগের ঢল।
ঈশ্বর ! কত সহজে প্রেম শিখাতে চেয়েও কেন যে তামাশা দেখে।

আল্লাহ রাসূল, প্রেম।
তুমি আমি প্রেম!
কোন প্রেমের ভুল শিক্ষায়,
মানুষ প্রেম খোঁজে মাটির দেহে?

যাইহোক, আমার গল্প সেথায় না। বাসার নিচে এসে কিছুক্ষন দাঁড়িয়ে রই। কারণ একটাই, গ্যারেজ কারে দিয়ে ভেতর থেকে খোলাব। আব্বুকে তো প্রশ্নই উঠেনা। যদিও তিনি কিছুই বলবেনা। তবুও সকাল সকাল তার চেহারা দেখার সাহস আমার নাই।
আম্মু! মাথা নষ্ট কিংবা মুড অফ করার কোন মানেই হয়না। ওয়াজ শুরু করে দেবে।
ভুলেই গিয়েছিলাম আমার ছোট ভাই বাসায় আছে। সমস্যা একটাই, হেতে সহজে ফোন ধরেনা।
তবুও ফোন দিলাম। ধরল, কিন্তু কথা শোনা যায় না। কারণ একটাই, তার ফোন ৪ দিন হইছে নং এ ফোন দিলে এমন প্রভলেম। আবার হোয়াটস এপে আবার শোনা যায়। কিন্তু ভয় একটাই, যদি ওয়াইফাই ডিসকানেক্ট থাকে?

সকল সমস্যা ধূর করে, ভাইকে পেয়ে গেলাম। ঘরে ঢুকলাম। দোতলায় এলাম, রুমে এসে ড্রেস চেঞ্জ করে ড্রয়ার থেকে সিগারেট নিতে গিয়ে দেখি কম্পিউটার টেবিলের ট্রেতে সিগারেট পরে আছে। হুট করেই আম্মুর ফেস ভাসল।
এই প্রসঙ্গে আম্মু জিজ্ঞাসা করলে কি বলব?
ভেবে নিলাম আম্মু কিছুই বলবেনা কারণ আম্মু এখনো দেখেনি। দেখলে ফোনেই ঘটনা এক পসলা দিত। বাসায় এলে বাকিটা।
যাইহোক, সিগারেট নিয়ে ছাদে গেলাম। শেষ করে বিছানায় আসতে গিয়ে আবিষ্কার করি পায়ের তলায় কালো দাগ পড়ে আছে। দেখেই কেমন জানি বেমান মনে হচ্ছে। মনে হচ্ছে বড়লোকের টাইলসের আর দামী খাটে ময়লা হয়ে যাবে।
অথচ, গত ১২ ঘন্টায় একবারও তা মনে হয়নি। সব সমান মনে হয়েছে। কারণ আমাদের যাকের ভাই, শ্রদ্ধেয় মামা, মুরুব্বি স্যার আবদুল আলীম , পঞ্চগড় এডিসি মারা গেছেন সপ্তাহ খানেক আগে।
কিছুই রেখে যাননি যাবার সময় বৈষয়িক ভাবে। যা রেখে গেছেন তাহল তার অবদানের মহত্ব। অথচ ফেব্রুয়ারির ৪ তারিখেও আমাদের সাথে বিনয়ের সাথে হাত মিলিয়েছেন। তিনিও খালি পায়েই হাঁটতেন পবিত্র আজাদিয়া পাক দরবার শরীফের আঙ্গিনায়।
যাইহোক, আমার গল্প তা ছিলনা।
পায়ের তলায় কি আছে সেটাই ভাবছি? ধুয়ে তো ফেলেছি।
#premdevota
#সৃষ্টি
#linkeei
#bd
#meghporifilmsbd


Riaz Ahamad

8 Blog posts

Comments