ঈগলস ওপেন স্কাউট গ্রুপ" বাংলাদেশ স্কাউটস, ঢাকার জেলা রোভারের একটি সক্রিয় মুক্ত রোভার ইউনিট।
গ্রুপ কমিটির পরিচিতিঃ
সভাপতিঃ মুফতি নুরুল ইসলাম
সহসভাপতিঃডি.এম.জাহিরুল হাসান
সম্পাদকঃমাসুদুর আলম
কোষাধ্যক্ষঃতাসলিমা আক্তার সুমী
গ্রুপ রোভার স্কাউট লিডারঃ ওয়াসিম আকরাম
রবার স্কাউট লিডার প্রতিনিধিঃমোঃজাকির হোসেন রাজু
অভিভাবক প্রতিনিধিঃ মোঃআসলাম, মোসাম্মদ জলিল বেগম,মাহীসা পাটয়ারী মাহী
নির্বাহী সদস্যঃএম.এস.এ.ফয়সাল তুহিন,কাজী আব্দুল হাসান,মোঃসাইফুল্লা ইসলাম, মাহাফিজুল ইসলাম কাঞ্চন, মুফতি তুহিন
স্কাউটিং মূলত একটি বাহিরাঙ্গনের কার্যক্রম। ঘরের চার দেয়ালের মধ্যে থেকে প্রকৃত স্কাউটিং করা যায় না। স্কাউটিং মুক্ত আকাশের নিচে, খোলা প্রান্তরে প্রকৃতির সাথে মিশে আনন্দ উল্লাসের সঙ্গে কাজ করাকে বোঝায়। এই কার্যক্রমের মধ্যে যেমন নিজের জ্ঞানের বাস্তবায়ন প্রক্রিয়া রয়েছে ঠিক তেমনি ভাবে আছে জনসেবার জন্য কিছু বাস্তবসম্মত গঠনমূলক কার্যবলি। খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে বনকলা এবং অভিযান একজন রোভার স্কাউটকে সৃষ্টির রহস্য, গাছ-গাছালির গুণাবলী, কীটপতঙ্গ ও জীবজন্তুর জীবন প্রণালি সম্পর্কে জানার আগ্রহ মেটায়। মুক্ত পরিবেশে কাজের মধ্যমে রোভার স্কাউটদের তাবুবাস, হাইকিং, পরিভ্রমন, পরিকল্পনা, ও বাস্তবায়নের কাজ করে প্রচুর নির্মল আনন্দ উপভোগ করার সুযোগ করে দেয়।
স্কাউটিং একটি সহশিক্ষা। মূলধারার শিক্ষার সঙ্গে এর অপূর্ব সংমিশ্রণ রয়েছে। কেননা সৃজনশীলতার হাতে-কলমে চর্চার আদর্শ স্থান হচ্ছে স্কাউটিং। স্কাউটিং আন্দোলন তাই সুনাগরিক গড়ার শুভ সূচনা। ৬ থেকে ২৫ বছর বয়সী যে কেউই স্কাউটসের সদস্য হতে পারে। অবশ্য স্কাউটিং আজীবনের।
কলেজ অথবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে কোন ছাত্র-ছাত্রী "ঈগলস ওপেন স্কাউট গ্রুপ" যোগদান করে রোভার কার্যক্রমে অংশগ্রহন করতে পারবেন। শুধু মাত্র জানুয়ারি এবং জুন মাসে রোভার ক্রুতে যোগদান করা যাবে। দলে যোগদান করার জন্য নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করুনঃ
01714359968
Email: eaglesopenscout1996@gmail.com