২০২১ সালে বিশ্ব প্রকৃতি তে কি কি পরিবর্তন হচ্ছে

পৃথিবী ও বিশ্ব প্রকৃতি তে ২০২১ সালে কিছু উল্লেখযোগ্য ঘটনা খুব দেখা যাচ্ছে। যা আমাদের বিশ্বের অভাব জলবায়ু,প্র

 
২০২১ সালে বিশ্ব প্রকৃতি তে যা ঘটছে :
- ২০২১ সালে বিশ্বে ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে।বড় মাত্রার ভূমিকম্প গুলো অধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন অঞ্চল এ ভূমিকম্প অনুভূত হয়ে ভূমিকম্প প্রবন অঞ্চল বৃদ্ধি পাচ্ছে।
- ২০২১ সালে দাবানল এর সংখ্যা বেড়ে গেছে ,যে অঞ্চলে ভূমিকম্প হচ্ছে সেখানে বা সে দেশে দাবানল ঘটছে কিছু দিন পরে। এমন ঘটনা ২০২১ সালের আগে পৃথিবীতে হতো না। পৃথিবীর নানা দেশে দাবানল অনেক বেড়ে যাচ্ছে।
আবার যে অঞ্চলে ভূমিকম্প হচ্ছে সেখানে বন্যা দেখা যাচ্ছে ,কিংবা বন্যা সংখ্যা বেড়ে যাচ্ছে নানা দেশে
-- এন্টার্টিকা বা মেরু অঞ্চলের বরফ দ্রুত যেমন গলছে ,তেমন বরফকম্প বা আইসকোয়াক বৃদ্ধি পাচ্ছে ,গত দুই মাস ধরে এন্টার্টিকা পাশে বরফ আবৃত সাউথ স্যান্ডউইচ আইল্যান্ড অসংখ্য ভূমিকম্প বা আইসকোয়াক হচ্ছে যা বরফ গলতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা নিতে পারে ,এন্টার্কটিকা অঞ্চলে। বরফ বা মেরু অঞ্চলে এমন ভাবে প্রতিদিন অসংখ্য ভূমিকম্পের ঘটনা ২০২১ সালে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এভাবে প্রতিনিয়ত ভূমিকম্প বা আইসকুয়াক চলতে থাকলে যার ফল স্বরূপ সামনে বরফ দ্রুত গলতে পারে সাথে সাথে প্রাকৃতিক ভাবে মহাদেশীয় সঞ্চারণ এর গতি প্রকৃতি ও টেকটোনিক প্লেট কোনো এক পরিবর্তন আসতে পারে।
- মেরু বা বরফ অঞ্চলে উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে বেশি,আবার উষ্ণমণ্ডলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতের প্রবাহ বেড়ে যাচ্ছে,সাথে সাথে মরুভুমি অঞ্চলে বৃষ্টিপাত ও শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে কোনো কোনো অঞ্চলে। সাথে সাথে কয়েক লক্ষ বছর ধরে যে মরুভূমিতে গাছ হয় না সেখানে সবুজ বনায়ন ঘটছে কিছু অঞ্চলে।
- মেরু বা বরফ অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি হচ্ছে ,গত কয়েক মাস ধরে বৃষ্টিপাত হচ্ছে পৃথিবীর অন্যতম বরফের দেশ গ্রীনল্যান্ডে
পৃথিবী ও প্রকৃতি দিন দিন পরিবর্তিত হচ্ছে ,মহান আল্লাহ জানেন সবকিছু কি হচ্ছে ,তবে পৃথিবী যে তার আগের অবস্থা প্রকৃতি তে নাই ,তা দিন দিন প্রকাশ পাচ্ছে নানা লক্ষণে। ....
 
লেখা ও গবেষণা : নাঈম আহমেদ বিশ্বাস

Naeem Ahmed Biswas

1 Blog posts

Comments