চিংড়ির কোরমা বানাবেন যেভাবে

পোলাওয়ের সঙ্গে নানা পদের কোরমা হলে জমে বেশ। এদিকে চিংড়ি দিয়ে যেকোনো খাবারই তৈরি করা যায় দ্রুত। কেমন হয় যদি ঝটপ

পোলাওয়ের সঙ্গে নানা পদের কোরমা হলে জমে বেশ। এদিকে চিংড়ি দিয়ে যেকোনো খাবারই তৈরি করা যায় দ্রুত। কেমন হয় যদি ঝটপট চিংড়ির কোরমা তৈরি করে ফেলেন? বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা খুব অল্প সময়ে কিছু রান্না করতে চাইলে রাঁধতে পারেন এই পদ। চলুন তবে জেনে নেয়া যাক চিংড়ির কোরমা বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে

মাঝারি মাপের চিংড়ি- ১৪/১৫টি
দই- ১৫০ গ্রাম
আদা বাটা- ১/২ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
ধনিয়া গুঁড়া- চা চামচ
পোস্ত বাটা- ১ বড় চামচ
কাজুবাদাম বাটা- ১ বড় চামচ
কাঁচা মরিচ- ৪/৫টি
ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো
ঘি অথবা তেল- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

একশো গ্রাম দই, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রাখুন কিছুক্ষণ। এরপর রান্নার কড়াইতে ঘি অথবা তেল দিন। গরম হলে কাজুবাদাম, ধনিয়া, পোস্তবাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে চিংড়ি মাছ মাখাটা দিন। সেইসঙ্গে দিন কাঁচা মরিচ ও লবণ। এবার দু চামচ দই ফেটিয়ে মিশিয়ে দিন। ৫/৭ মিনিট রান্না করুন। পরিবেশন করার আগে ধনিয়াপাতা কুচি আর কাজু কুচি ওপরে ছাড়িয়ে দিন।


Linkeei Official

192 Blog posts

Comments